১ পটলার শরীরটা একদম চ্যাপ্টা গোছের। বেঁটে, শক্ত-পোক্ত, আর গায়ে প্রবল শক্তি। অনেক ছোটবেলায় ওর মামা একদিন ওর মাকে বলেছিল – দিদি, পটলা দেখবি একদিন ভালো ফুটবল খেলবে। পটলারা বড় পরিবার – অন্তত এক সময় ছিল। বাবা একটা ছোট দোকান খুলে ব্যবসা শুরু করেছিল, কিন্তু কয়েক বছর পর বাবা হঠাৎ করেই মারা গেল। মা আরContinue reading “পটলার ভাঙল স্বপ্ন”
