প্রেম, তোর জন্য লিখলাম…

।। বিরতি ।।

ভালোবাসা…..তুই নে কিছুদিন ছুটি,

প্রেম প্রেম খেলে,  ক্লান্ত বড্ড আজ…..

ভালোবাসা…..তুই ঘুরে আয় কোনোখানে,

হৃদয় স্তব্ধ, সবেতেই সে নারাজ…..

ভালোবাসা…..তুই দিকশূন্যপুরে

ঘুরে-ফিরে আয়, বসে বসে খই ভাজ…..

মনেতে গুমোট, অপ্রেম আজ বাতাসে,

ভালোবাসা…..তোর নেই আজ কোন কাজ।

আসুক বৃষ্টি, ভিজুক মনের মাটি,

প্রেমের জমি হোক আগে উর্বর…..

তখন না হয় বসাবি আবার চারা,

এখন পালা, আগে কেটে যাক ঝড়…..

ঘুরে-ফিরে ঠিকই আবার হবে তো দেখা,

ভালোবাসা, তোকে বড্ড যে ভালবাসি…..

আবার না হয় বাঁধবো কখনো ঘর,

আগে তো হই ভবঘুরে বানভাসি ।।

।। বিদায়বেলা ।।

কত অবেলার কত বয়ে যাওয়া প্রেম,

কত দুঃখবিলাসী খেলা…..

ভাসাবো আবার, সে চোরা স্রোতে,

ভাসাবো মনের ভেলা…..

ভাসতে ভাসতে সে তরঙ্গ মাঝে,

আবার যদি কোনও চেনা সুর বাজে…..

বাঁধবো না আর কোনও ঘাটে তরী,

খেলবো না আর খেলা,

এবার বিদায়বেলা ।

কোনও বাউলের গানে, হৃদয়ের টানে,

ভেসে যাই যাবো

দিক না জানা সে দিক পানে…..

কোনও রাখাল ছেলের বাঁশির টানে

নামুক সন্ধ্যাবেলা,

তবু আমি যাবো, নিজেকে মাতাবো,

খেলে অবুঝ অবুঝ খেলা…..

দেখা যদি হয়, হবে কোনদিন,

এখন বিদায়বেলা ।।

আমি একাধিকবার প্রেমে পড়তে চাই,

ভালবাসা আমার নয়…..

মনে মনে, মনের আতান্তর,

অনুভূতি-টুতি, মনের অবক্ষয়…..

আমিও পারি, হঠাৎ প্রেমিক হতে,

পুরুষত্বের দিয়ে হাজার দোহাই…..

প্রেম এখন বাজারে মেলে সস্তা, তাই সাজবো প্রেমিক, হয়তো পাবো রেহাই ।।

।। আসি ।।

সেবার তাহলে হবো নয় বানভাসি ।

এবার তাহলে আসি…..

রাখাল ছেলের দামাল খেয়াল,

খেজুর পাতার বাঁশি।

আবার কোথাও, অন্য কোথাও…..

অন্য স্রোতে ভাসি ।

ভাসতে ভাসতে কোনো মোহনায়,

কোনো মায়া রাতে, কোনো জোছনায়…..

আবার চাইলে আসতেই পারো…..হবো বিপুল জলরাশি।

আবার হয়তো মিথ্যে করেই, মিথ্যে মোহের মায়ায় পড়েই…..

নয় বলবেই ‘ভালোবাসি’ ।

তবে সে কথা থাক কথার মতই, আর বাকি সব গাথার মতই…..

ফেলে আসা পথ থাক, পথ লুকিয়ে রাখুক, যত ইচ্ছে রাশি রাশি…..

এবার তাহলে আসি ।।

কবি – পৃথ্বীজিৎ বন্দ্যোপাধ্যায়

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.