কিছু কথা কিছু পল
মনের জানালা খোলা|
কিছু মান কিছু অভিমান
তীব্র দহন জ্বালা|
কিছু রোদ কিছু আলো
আঁধার রাতের শেষে|
মনজোড়া যত কালো
মুছলো যে নিমেষে|
কিছু পাওয়া কত না-পাওয়া
হিসেবের খাতা বাকি|
প্রতি ক্ষণে মনে মনে
চলছে যে আঁকিবুঁকি |
কে যে জেতে কে বা হারে
যুদ্ধ শেষের পরে|
ভুলতে বসা হারানো দিন
তবু কেন মনে পড়ে?
Author : Jayati Banerjee
Email : jayatiganguly98@gmail.com
