ভিন্ন আমি,ভিন্ন তুমি
ভিন্ন এ সমাজ
শুধু ভিন্ন নয় দৃষ্টিভঙ্গি
একই রয়ে যায়।
যুগের পরে যুগ কেটে যায়
চাহনি একই রয়,
এসব একচোখামিরেই নাকি
লোকে সমাজ স্বজন কয়।
মুচির ছেলে মুচিই হবে
চাষার ছেলে চাষা,
উন্নত এই সমাজ সভে
ওদের, চাটতে হবে পা।
যাদের ছাড়া পা চলে না
তাদের ওপর রোয়াপ ঝারে,
নিজের পেটে লাথি মেরে
চাষার ওপর ক্ষোভে মরে।
চাষা যদি লাঙ্গল ফেলে
আফিসেতে যায়
চাকুরে বেতার – জুটবে কি ভাত?
সে, না খেয়েই যে রয়।
এত কিছুর পরেও দেখো চাহনি একই রয়।।
Author : Tanusree Roy

