উৎসব কালে

এমনটা হয়

দূর্গা পূজা মানে
শরৎ-এর নীল আকাশ
হালকা মৃদু বাতাস ||

দূর্গা পূজা মানে
কাশ বন 
দেখে ভরে ওঠে মন ||

দূর্গা পূজা মানে  
শিউলি ফুলের গন্ধ  
স্কুল কলেজ সব বন্ধ ||

দূর্গা পূজা মানে  
সপ্তমীতে সবাই একসাথে গল্প করা 
কটা দিন থাকনা বন্ধ পড়া ||

দূর্গা পূজা মানে  
অষ্টমীর সকালে অঞ্জলির সাজ 
সন্ধ্যায় ঢাকের তালে ধুনুচি নাচ ||  

দূর্গা পূজা মানে
নবমীতে খিচুড়ি ভোগ, সন্ধে আরতি 
দল বেঁধে ঠাকুর দেখা সারা রাত্রি || 

দূর্গা পূজা মানে
দশমীতে লাল পেড়ে শাড়ী পরে সিঁদুর খেলা 
সময়ে বলছে, এখন যে বিসর্জনের বেলা ||

দূর্গা পূজা মানে
মন দুঃখে ভরে
আবার আসবে মা, একটি বছর পরে || 

তবে এমনটাও হয়

ঝোড়ো হাওয়ায় দুলছে গাছের পাতা
চড়ুই পাখিরা দানা মেলে ফিরেছে বাড়ি
চারিদিক ছেয়ে এসেছে কালো ঘন মেঘ ,
দূরে যেন সব কিছু ঝাপসা |
যদি বৃষ্টি নামে
কান পাতবো তোমার গায়ে
শুনবো আবার তোমার কথা |
সেজেছে সাত-রং মাখা রঙিন আকাশ

আবারও যদি বৃষ্টি আসে বিকেলবেলায়
খুঁজে নেবো আকাশের ঠিকানা ||

Author Sukriti Dhang

Sukriti Dhang (sukritidhang@gmail.com)
MS Researcher, Poet

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.