শব্দ-র জীবন

শব্দ প্রাণের উৎসমুখ

            ‘নাদ ব্রহ্ম’ স্বরূপ –

দেহ- প্রাণ-মনের গভীরে

             রূপের মাঝারে অরূপ।

শব্দ ছোটে বিশ্বমাঝে,

সকল মর্মে, সকল কাজে;

          মুক্তপ্রাণে লক্ষধারায়

            জীবনের সুরে বাজে।

সকাল-সন্ধ্যা পাখির ডাকে,

গর্জে ওঠা নদীর বাঁকে,

          ঝিরঝিরানি পাতার ফাঁকে

          শব্দ থাকে জেগে।

বজ্র-মেঘের যুগলেতে

গভীর শব্দ ওঠে জেগে;

          আবার,

          বৃষ্টিধারার সেই শব্দেই

          ওঠে পরাণ মেতে।

যখন চরাচরে নিস্তব্ধতা

প্রাণে থাকে অসীম শূন্যতা,

          শব্দ তখনও চুপি চুপি

          আসে হৃদয়মাঝে।

মনের গভীরে স্মৃতির শব্দে

ভরে ওঠে প্রাণ মধুর ছন্দে,

          জেগে ওঠে মন

          অজানা মণির নূতন সাজে।

হে নিখিলভারধারণ শব্দ

হে চিরমুক্ত, চিররুদ্ধ শব্দ

          হে হৃদয়স্রোতবাহিত শব্দ,

          তোমায় নমস্কার।

তুমি চিরসুন্দর, চিরশাশ্বত,

চিরনন্দিত, চিরঅক্ষত,

          চিরবন্দিত তুমি ব্রহ্মস্বরূপ,

          তোমায় নমস্কার।।

Author : Soma Chaudhuri

Soma Chaudhury (somachaudhuribb7@yahoo.com) Researcher, Singer, Poet and Elocutionist

2 thoughts on “শব্দ-র জীবন

    1. শব্দ পত্রিকা কৃতজ্ঞ আপনার মূল্যবান মতামত পেয়ে। লেখিকার কাছে আমরা পৌঁছে দেবো এই কমেন্ট। শ্রীমতী সোমা চৌধুরী কবিতা লেখার পাশাপাশি একজন বাচিক শিল্পীও। ওনার কবিতাপাঠ শব্দ-র অডিও পোস্ট হিসেবে প্রকাশিত হয়েছে।

      Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.