সম্পাদকীয়

শব্দ একটি প্রয়াসের নাম। একটি ভাবনার রূপ। সহজ ভাষায় লেখা কবিতা, গল্প আর প্রবন্ধ অনেক পাঠক পড়তে ভালবাসেন – শব্দ তাদের জন্য।

বাংলা ভাষায় ওয়েব ম্যাগাজিন হিসেবে শব্দ-র পথ চলা শুরু হল জানুয়ারি ২০২০ সাল থেকে। ত্রৈমাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত শব্দ পাঠকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নেটে পাওয়া যাবে। আমাদের উদ্দেশ্য সর্বাধিক বাঙালী পাঠকদের মধ্যে শব্দ-কে পৌঁছে দেওয়া।

শব্দ টীম পরিচিতি

শব্দ-র টীম ছোট্ট। আমরা কয়েকজন মিলে শুরু করেছি। আমরা সাহিত্যানুরাগী, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা নিয়ে কিছু করতে আগ্রহী আমরা বহুদিন ধরে। আমরা শব্দ-র মাধ্যমে নতুন কবি এবং লেখকদের কাজ সকলের সামনে তুলে ধরতে চেষ্টা করব।

আমরা আমাদের কাজ খুব ভালোবাসি, একদম প্যাশন দিয়ে! আমরা তাকিয়ে আছি আপনাদের মূল্যবান মতামত জানার জন্য। আপনাদের সাথে এক সাথে পথ চলার জন্য।

অন্বেষ মুখোপাধ্যায় (annwesh.mukherjee@gmail.com)
Founder and Coordinator

আমি অন্বেষ। সাহিত্য আমার খুব প্রিয়। নিজের লেখা একটা বড়গল্পের সমগ্র প্রকাশিত হয় “চেনা অচেনা কিছু চরিত্র”। এছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশ হয়েছে – মূলত গদ্য, গল্প আর প্রবন্ধ।

সম্প্রতি একটি ছোটোগল্প নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি হয়েছে। খুব জনপ্রিয়তা পেয়েছে নেট দুনিয়ায় এবং অনেকগুলি পুরষ্কার এসেছে ঝুলিতে।

তথ্যপ্রযুক্তির সঙ্গে প্রায় দেড়-দশকের বেশী সময় ধরে যুক্ত আমি। কিন্তু সাহিত্যজীবনও চালিয়ে যাচ্ছি একটানা। উৎসুক এবং পিপাশু পাঠক আমি। আমার মনে হয় লেখাটা সব শেষে করা উচিৎ। অনেক পড়াশুনো আগে করতে হয়! শব্দ তৈরি করার পিছনে মূল ভাবনা কিন্তু ওটাই – অনেকে পড়ুক, পড়ার সুযোগ পাক। এই ডিজিটাল দুনিয়ায়, এই নেটের যুগে।